ইয়োব 32:15 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 এই তিনজন হতবাক হয়েছিল; তারা ইয়োবকে আর উত্তর দিতে পারে নি; তাদের আর একটা কথাও বলার ছিল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 ওঁরা ক্ষুব্ধ হলেন, আর জবাব দেবেন না, ওঁদের বলবার আর কথা নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 “তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেন ও তাদের আর কিছুই বলার ছিল না; তাদের শব্দ হারিয়ে গিয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 (ইয়োবকে) এঁরা তর্কে পরাস্ত হয়েছেন, তাই নিরুত্তর, এঁদের আর বলার কিছুই নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 উহাঁরা ক্ষুব্ধ হইলেন, আর উত্তর করেন না, উহাঁদের বলিবার আর কথা নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 “ইয়োব, এই তিন জন যুক্তি হারিয়ে ফেলেছে। ওঁদের আর বেশী কিছু বলার নেই। ওঁদের আর বেশী কিছু উত্তরও নেই। অধ্যায় দেখুন |