ইয়োব 32:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 কারণ ইয়োব আমার বিরুদ্ধে কোন কথা বলেনি, তাই আমিও আপনাদের কথায় তাকে উত্তর দেব না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 ফলে, তিনি আমার বিরুদ্ধে কিছুই বলেন নি, আমিও আপনাদের বক্তৃতায় তাঁকে জবাব দেব না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 কিন্তু ইয়োব আমার বিরুদ্ধে তাঁর শব্দগুলি বিন্যাস সহকারে সাজাননি, ও আপনাদের যুক্তি দিয়ে আমিও তাঁকে উত্তর দেব না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ইয়োব আমাকে উদ্দেশ করে কথা বলেন নি, এবং আমিও আপনাদের যুক্তি অনুযায়ী তাঁকে উত্তর দেব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 ফলে, তিনি আমার বিরুদ্ধে কিছুই বলেন নাই, আমিও আপনাদের বক্তৃতায় তাঁহাকে উত্তর দিব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 ইয়োব তাঁর যুক্তিগুলো আমার কাছে বলেন নি। তাই, আপনারা তিন জন যে যুক্তিগুলি উত্থাপন করেছিলেন, আমি তা বলবো না। অধ্যায় দেখুন |