ইয়োব 31:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 আমি যদি দেখি কেউ কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে, অথবা আমি যদি দেখি যে দরিদ্রের কোন কাপড় নেই; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 যখন আমি কাউকেও কাপড়ের অভাবে মরার মত দেখেছি, দীনহীনকে উলঙ্গ দেখেছি, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 আমি যদি কাউকে পোশাকের অভাবে বিনষ্ট হতে দেখেছি, বা অভাবগ্রস্তদের বস্ত্রহীন অবস্থায় দেখেছি, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 আমি যখন কাউকে বস্ত্রহীন দেখেছি, আচ্ছাদনহীন কোন গরীবের সাক্ষাৎ পেয়েছি অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 যখন আমি কাহাকেও বস্ত্রাভাবে মৃতকল্প দেখিয়াছি, দীনহীনকে উলঙ্গ দেখিয়াছি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 আমি যখনই বস্ত্রহীন মানুষকে, দরিদ্র মানুষকে, জামার অভাবে কষ্ট পেতে দেখেছি, অধ্যায় দেখুন |
পরে সেই লোকেরা লুটের জিনিস থেকে কাপড় চোপড় নিয়ে বন্দীদের মধ্যে যারা উলঙ্গ ছিল তাদের সবাইকে কাপড় পরালেন। তাঁরা তাদের কাপড় চোপড়, জুতা ও খাবার দিলেন এবং তাদের আঘাতের উপর তেল ঢেলে দিলেন। এবং দুর্বলদের তাঁরা গাধার উপর চড়িয়ে যিরীহোতে, অর্থাৎ খেজুর শহরে তাদের নিজের লোকদের কাছে ফিরিয়ে নিয়ে গেলেন। পরে তাঁরা শমরিয়াতে ফিরে গেলেন।