ইয়োব 31:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 বরং, আমার যুবক অবস্থা থেকে, অনাথ যেমন তার পিতার কাছে তেমনি আমার সঙ্গে বড় হয়েছে এবং আমি তার মাকে পথ দেখিয়েছি, আমি সারা জীবন বিধবাকে সাহায্য করে এসেছি, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 (বস্তুত আমার বাল্যকাল থেকে সে যেমন পিতার কাছে, তেমনি আমার কাছে বেড়ে উঠত, কারণ আজন্মকাল আমি বিধবার উপকার করেছি;) অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 কিন্তু যৌবনকাল থেকে আমি এক বাবার মতো তাদের যত্ন নিয়েছি, ও জন্ম থেকেই আমি বিধবাদের উপকার করেছি— অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 সারাজীবন আমি তাদের পিতৃস্নেহে প্রতিপালন করেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 (বস্তুতঃ আমার বাল্যাবধি সে যেমন পিতার কাছে, তেমনি আমার কাছে মানুষ হইত, আজন্মকাল আমি বিধবার উপকার করিয়াছি;) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 আমার সারা জীবন ধরে আমি পিতৃহীন সন্তানদের পিতার মত ছিলাম। আমার সারা জীবন ধরে আমি বিধবাদের সাহায্য করেছি। অধ্যায় দেখুন |