ইয়োব 31:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 অথবা আমি যদি আমার খাবার একা খেয়ে থাকি এবং যদি পিতৃহীনদের তা খেতে না দিয়ে থাকি, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 যদি আমার খাদ্য একা খেয়ে থাকি, এতিম তার কিছু খেতে না পেয়ে থাকে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 আমি যদি আমার খাদ্য নিজের জন্যই জমিয়ে রেখেছি, পিতৃহীনদের তা থেকে কিছু দিইনি— অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 কিম্বা পিতৃহীন অনাথদের অভুক্ত রেখে নিজে পানাহার করিনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 যদি আমার খাদ্য একা খাইয়া থাকি, পিতৃহীন তাহার কিছু খাইতে না পাইয়া থাকে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 খাদ্যের বিষয়ে আমি কখনও স্বার্থপর হইনি। আমি সর্বদাই অনাথদের খাবার দিয়েছি। অধ্যায় দেখুন |