ইয়োব 31:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 আমি যদি আমার দাস ও দাসীর ন্যায়বিচারের আবেদন অগ্রাহ্য করি, যখন তারা আমার কাছে অভিযোগ করে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আমার গোলাম বা বাঁদী আমার কাছে অভিযোগ করলে, যদি তাদের বিচারে অবহেলা করে থাকি, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 “আমার দাসেরা যখন আমার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, তখন সে দাসই হোক বা দাসী, আমি যদি তাদের মধ্যে কোনও একজনের প্রতি ন্যায়বিচার না করেছি, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 আমার বিরুদ্ধে আমার কোন দাস বা দাসীর অভিযোগে যদি আমি কর্ণপাত না করে থাকি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আমার দাস কি দাসী আমার কাছে অভিযোগ করিলে, যদি তাহাদের বিচারে তাচ্ছল্য করিয়া থাকি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 “যখন আমার বিরুদ্ধে আমার ক্রীতদাসরা অভিযোগ করেছিল তখন আমি যদি তাদের প্রতি ন্যায়বিচার না করে থাকি, অধ্যায় দেখুন |