ইয়োব 30:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 তাই তাদের নদীর তীরে বাস করতে হত, মাটির গর্তে এবং পাথরের গুহায় বাস করতে হত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তারা উপত্যকার ভয়ানক স্থানে থাকে, ধূলিময় ও পাষাণময় গর্তে বাস করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তারা শুকনো নদীখাতে, পাষাণ-পাথরের খাঁজে ও জমির ফাটলে বসবাস করতে বাধ্য হত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তারা বাস করত নদীতীরে গুহায়, পর্বত কন্দরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তাহারা উপত্যকার ভয়ানক স্থানে থাকে, ধূলিময় ও পাষাণময় গর্ত্তে বাস করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তারা নদীর শুকনো উপত্যকায়, পাহাড়ের গুহায় অথবা মাটির গর্তে বাস করতে বাধ্য হয়। অধ্যায় দেখুন |