ইয়োব 30:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তারা লতা জাতীয় শাক এবং ঝোপের পাতা তুলত; গুল্ম জাতীয় গাছের শিকড় তাদের খাবার ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তারা ঝোপের কাছে বিস্বাদু শাক তোলে, রেতম গাছের শিকড় তাদের খাদ্যদ্রব্য। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 ঝাড়-জঙ্গলে তারা লবণাক্ত শাক সংগ্রহ করত, ও খেংরা ঝোপের মূল তাদের খাদ্য হয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তারা বনজঙ্গলের লতাপাতা সংগ্রহ করে খেত, কাঁটাগাছের শিকড় খেত শরীর গরম রাখার জন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাহারা ঝোড়ের নিকটে বিস্বাদু শাক তুলে, রেতম বৃক্ষের শিকড় তাহাদের ভক্ষ্য দ্রব্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তারা মরুভূমির নোনা মাটির গাছ উপড়ে নেয়। তারা মরুভূমির এক রকম গাছের শিকড় খায়। অধ্যায় দেখুন |