ইয়োব 30:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তুমি পরিবর্তিত হয়েছ এবং আমার প্রতি নিষ্ঠুর হয়েছ; তোমার হাতের শক্তিতে তুমি আমায় অত্যাচার করেছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তুমি আমার প্রতি নির্দয় হয়ে উঠছে, তোমার বাহুবল আমাকে তাড়না করছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 নির্মমভাবে তুমি আমার দিকে ঘুরে দাঁড়িয়েছ; তোমার হাতের শক্তি দিয়ে তুমি আমাকে আক্রমণ করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তুমি আমার প্রতি নির্দয় হয়েছ, সর্বশক্তি দিয়ে আক্রমণ আমাকে করেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তুমি আমার প্রতি নির্দ্দয় হইয়া উঠিতেছ, আপন ভুজবলে আমাকে তাড়না করিতেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 ঈশ্বর, আপনি আমার প্রতি নীচ ব্যবহার করেছেন। আমাকে আঘাত করবার জন্য আপনি আপনার ক্ষমতা ব্যবহার করেছেন। অধ্যায় দেখুন |