ইয়োব 30:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 তিনি আমায় কাদায় ছুঁড়ে ফেলেন; আমি ধূলো ও ছাইয়ে মত হয়ে পড়ি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 (আল্লাহ্) আমাকে পঙ্কে মগ্ন করেছেন, আমি ধূলা ও ভস্মের মত হচ্ছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 তিনি আমাকে কাদায় ছুঁড়ে ফেলেছেন, ও আমি ধুলো ও ভস্মের মতো হয়ে গিয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 ঈশ্বর আমাকে কাদার মধ্যে ছুঁড়ে ফেলেছেন, আজ আমার দশা ধূলা ও ছাইয়ের মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 [ঈশ্বর] আমাকে পঙ্কে মগ্ন করিয়াছেন, আমি ধূলা ও ভস্মের ন্যায় হইতেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 ঈশ্বর আমায় কাদায় ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং আমি ধূলা ও ছাই এর মত হয়ে গিয়েছি। অধ্যায় দেখুন |