ইয়োব 30:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 ঈশ্বরের মহা শক্তি আমার পরিচ্ছদ ছিনিয়ে নেন; জামার গলার মত এটা আমায় চারিদিক দিয়ে জড়ায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 (রোগের) প্রবল শক্তিতে আমার পরিচ্ছদ বিকৃত হয়, জামার গলার মত আমাতে এঁটে থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 ঈশ্বর তাঁর মহাপরাক্রমে আমার কাছে পোশাকের মতো হয়ে গিয়েছেন; আমার জামার গলবন্ধের মতো তিনি আমাকে বেঁধে রেখেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 ঈশ্বর আমার জামার গলা চেপে আমাকে টেনে ধরেছেন, আমার গলায় ফাঁসের মত অবস্থা হয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 [রোগের] প্রবল শক্তিতে আমার পরিচ্ছদ বিকৃত হয়, জামার গলার ন্যায় আমাতে আঁটিয়া থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 ঈশ্বর আমার বস্ত্র কেড়ে নিয়েছেন, এবং আমার বস্ত্র মুচড়ে বিকৃত আকার করে দিয়েছেন। অধ্যায় দেখুন |