ইয়োব 30:15 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 আতঙ্ক আমার ওপরে আসে; আমার সম্মান বাতাসের মত উড়ে গেছে; আমার সমৃদ্ধি মেঘের মত দূর হয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 নানা রকম ত্রাস আমার সম্মুখে উপস্থিত, সেসব বায়ুর মত আমার সম্ভ্রম দূর করছে; মেঘের মত আমার মঙ্গল অতীত হচ্ছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 আতঙ্ক আমাকে অভিভূত করে; আমার সম্মান যেন বাতাসে উড়ে গিয়েছে, আমার নিরাপত্তা মেঘের মতো অদৃশ্য হয়ে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 মহাভয়ে আমি সন্ত্রস্ত আমার সম্মান ঝড়ের মুখে তুষের মত উড়ে গেছে, আমার সমৃদ্ধি মিলিয়ে গেছে মেঘের মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 নানা প্রকার ত্রাস আমার সম্মুখে উপস্থিত, সে সকল বায়ুর ন্যায় আমার সম্ভ্রম দূর করিতেছে; মেঘের ন্যায় আমার মঙ্গল অতীত হইতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 সন্ত্রাস আমাকে গ্রাস করেছে। আমার সম্মান বাতাসের মত মুছে গেছে। আমার নিরাপত্তা মেঘের মতোই অদৃশ্য হয়ে গেছে। অধ্যায় দেখুন |