ইয়োব 30:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 কারণ ঈশ্বর আমার ধনুকের দড়ি খুলে দিতেন এবং আমায় কষ্ট দিতেন এবং তাই এই লোকেরা আমার সামনে তাদের সমস্ত আত্মসংযম হারাত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তিনি তো তাঁর দড়ি খুলে আমাকে নত করেছেন, তারা আমার সাক্ষাতে তাদের বল্গা ফেলে দিয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 এখন যেহেতু ঈশ্বর আমার ধনুক বিতন্ত্রিত করেছেন ও আমাকে দুর্দশাগ্রস্ত করেছেন, তাই আমার সামনে তারা সংযম ঝেড়ে ফেলেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 কারণ ঈশ্বর আমাকে দুর্বল ও অসহায় করেছেন, তারা আমার সামনে আর সংযত হয়ে কথা বলে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তিনি ত আপন রজ্জু খুলিয়া আমাকে নত করিয়াছেন, তাহারা আমার সাক্ষাতে বল্গা ফেলিয়া দিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 ঈশ্বর আমার ধনুক থেকে গুণ (ছিলা) কেড়ে নিয়ে আমায় দুর্বল করে দিয়েছেন। ঐ মন্দ লোকরা ওদের সমস্ত ক্রোধ নিয়ে আমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। অধ্যায় দেখুন |