ইয়োব 28:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 তার পাথর যেখানে নীলকান্ত মণি পাওয়া যায় এবং এটার ধূলোয় সোনা থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তার পাথর নীলকান্ত মণির জন্মস্থান, তার ধূলিকণার মধ্যে সোনা থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 সেখানকার পাষাণ-পাথরগুলিতে নীলকান্তমণি পাওয়া যায়, ও সেখানকার ধুলোয় দলা দলা সোনা মিশে থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তাহার প্রস্তর নীলকান্ত মণির জন্মস্থান, তাহার ধূলি সুবর্ণসম্বলিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 মাটির নীচে নীলকান্ত মণি এবং খাঁটি সোনা রয়েছে। অধ্যায় দেখুন |