ইয়োব 28:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 প্রজ্ঞা সমস্ত সজীব প্রাণীর চোখ থেকে গুপ্ত এবং এটা আকাশের পাখিদের থেকেও গোপন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তা সমস্ত সজীব প্রাণীর চোখ থেকে গুপ্ত, তা আসমানের পাখির অদৃশ্য। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 প্রত্যেক সজীব প্রাণীর চোখে তা অজ্ঞাত থাকে, আকাশের পাখিদের কাছেও তা অদৃশ্য থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 সজীব সমস্ত প্রাণীর কাছে তা গুপ্ত, আকাশের পাখিদের দৃষ্টির অগোচর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তাহা সমস্ত সজীব প্রাণীর চক্ষু হইতে গুপ্ত, তাহা আকাশের পক্ষীর অদৃশ্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 পৃথিবীর প্রত্যেকটি জীবন্ত বিষয়ের থেকেই প্রজ্ঞা নিজেকে লুকিয়ে রেখেছে। আকাশের পাখিরা পর্যন্ত প্রজ্ঞাকে দেখতে পায় না। অধ্যায় দেখুন |