ইয়োব 28:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 কূশ দেশের পোখরাজ এটার সমান নয়; না এটা খাঁটি সোনার সমান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 ইথিওপিয়া দেশের পীতমণিও তার সমান নয়, খাঁটি সোনাও তার সমতুল্য হয় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 তার সাথে কূশ দেশের পোখরাজের তুলনা করা যায় না; খাঁটি সোনা দিয়েও তা কেনা যায় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তার সঙ্গে ইথিওপিয়ার পুষ্পরাগমণির কোন তুলনা করা চলে না। নিখাদ সোনার তার মূল্য স্থির করা যায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 কূশদেশীয় পীতমণিও তাহার সমান নয়, নির্ম্মল সুবর্ণও তাহার সমতুল্য হয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কূশদেশীয় পোখরাজ মণিও প্রজ্ঞার মতো সমমূল্যের নয়। তুমি খাঁটি সোনা দিয়েও প্রজ্ঞা কিনতে পারবে না। অধ্যায় দেখুন |