ইয়োব 28:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 সোনা এবং কাঁচ এটার দামের সমান নয়; না এটা খাঁটি সোনার গয়নার সঙ্গে পরিবর্তন করা যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 সোনা ও কাচ তার সমান হতে পারে না, তার পরিবর্তে সোনার পাত্র দেওয়া হবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তার সাথে সোনা বা স্ফটিকের তুলনা করা যায় না, সোনা-মানিকের বিনিময়ে তা পাওয়া যায় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 সোনা বা স্ফটিক তার সমান নয়, নিখাদ সোনার অলঙ্কারের বিনিময়ে প্রজ্ঞা পাওয়া যায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 স্বর্ণ ও কাচ তাহার সমান হইতে পারে না, তাহার পরিবর্ত্তে কাঞ্চনের পাত্র দত্ত হইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 প্রজ্ঞা সোনা ও স্ফটিকের থেকেও মূল্যবান। এমনকি মূল্যবান রত্নখচিত সোনাও প্রজ্ঞা কিনতে পারে না। অধ্যায় দেখুন |