ইয়োব 28:1 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 নিশ্চিত সেখানে রূপার খনি আছে, যেখানে তারা সোনাও পরিষ্কার করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 বাস্তবিক রূপার খনি আছে, সোনা পরিষ্কারের স্থানও আছে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 রুপোর জন্য খনি আছে ও একটি স্থান আছে যেখানে সোনা শোধন করা হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 খনি থেকে রূপো সংগ্রহ করা হয়, সোনা খাঁটি করার জন্য রয়েছে শোধনাগার, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 বাস্তবিক রৌপ্যের আকর আছে, সুবর্ণ পরিষ্কারের স্থানও আছে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 “এমন জায়গা আছে যেখানে মানুষ রূপো পায়, এমন জায়গা আছে যেখানে মানুষ সোনা গলিয়ে খাঁটি করে। অধ্যায় দেখুন |