ইয়োব 27:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 ওই বায়ু তার দিকে বান ছুড়বে এবং থামবে না; সে তাঁর হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আল্লাহ্ তার উপরে তীর নিক্ষেপ করবেন, রহম করবেন না; সে এর হাত এড়াবার জন্য পালিয়ে যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 সে যত সেই বাতাসের প্রকোপ থেকে পালায় তা নির্দয়ভাবে তাকে সজোরে ছুঁড়ে ফেলে দেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 সেই ঝড় তাকে নির্দয়ভাবে আঘাত করে, ঝড়ের নির্মম আঘাতে সে বিপর্যস্ত হয়, তার হাত থেকে বাঁচার জন্য দিগ্বিদিক জ্ঞান হারিয়ে সে ছুটে বেড়ায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 [ঈশ্বর] তাহার উপরে বাণ ত্যাগ করিবেন, দয়া করিবেন না; সে তাঁহার হস্ত এড়াইবার জন্য পলায়ন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 মন্দ লোকরা হয়তো ঝড়ের শক্তি থেকে পালিয়ে যেতে চেষ্টা করবে। কিন্তু ঝড় তাকে ক্ষমাহীন ভাবে আঘাত করবে। অধ্যায় দেখুন |