ইয়োব 26:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 তিনি ঘন মেঘে জলকে বেঁধেছেন, কিন্তু মেঘরাশি তার ভারে ভেঙে পড়ে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তিনি স্বীয় নিবিড় মেঘে পানি আট্কে রাখেন, তবুও জলধর তার ভারে বিদীর্ণ হয় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 তাঁর মেঘে তিনি জলরাশি মুড়ে রাখেন, তবুও মেঘরাশি তাদের ভারে বিস্ফোরিত হয় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তিনি ঘন মেঘজালে জলরাশিকে আবদ্ধ রাখেন জলধর তার ভারে বিদীর্ণ হয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তিনি স্বীয় নিবিড় মেঘে জল বদ্ধ করেন, তথাপি জলধর তাহার ভারে বিদীর্ণ হয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 ঘন মেঘকে ঈশ্বর জলে পরিপূর্ণ করেছেন। কিন্তু সেই বিপুল ভার নিয়ে ঈশ্বর, মেঘকে ভেঙে পড়তে দেন না। অধ্যায় দেখুন |