ইয়োব 25:2 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 “কর্তৃত্ব এবং ভয়ানকতা তাঁর; তিনি তাঁর স্বর্গের উঁচু জায়গায় শাস্তি বিধান করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 প্রভুত্ব ও ভয়ানকতা তাঁর, তিনি তাঁর উঁচু স্থানে থেকে শাস্তি বিধান করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “আধিপত্য ও সম্ভ্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়; স্বর্গের উচ্চতায় তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 প্রভুত্ব ও ভয়ানকতা তাঁহার, তিনি আপন উচ্চস্থানে থাকিয়া শাস্তি বিধান করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “ঈশ্বরই শাসক। প্রতিটি লোককে তাঁর সামনে সভয়ে দাঁড়াতে হবে। তাঁর ঊর্দ্ধলোকের রাজ্যে তিনি শান্তি বজায় রাখেন। অধ্যায় দেখুন |