ইয়োব 24:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তারা কাপড় ছাড়া সারা রাতে শুয়ে থাকে; শীতে ঢাকার তাদের কিছু নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কাপড়ের অভাবে উলঙ্গ হয়ে রাত যাপন করে, শীতকালে তাদের আচ্ছাদন মাত্র থাকে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 পোশাকের অভাবে, তারা খালি গায়ে রাত কাটায়; শীতকালে নিজেদের গা ঢাকার জন্য তাদের কাছে কিছুই থাকে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কাপড়ের অভাবে তারা খালি গায়ে রাত কাটায় শীতে তাদের গায়ে দেওয়ার কিছুই থাকে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 বস্ত্রাভাবে উলঙ্গ হইয়া রাত্রি যাপন করে, শীতকালে তাহাদের আচ্ছাদনমাত্র থাকে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 দরিদ্র লোককে সারা রাত্রি বিনা বস্ত্রে শুতে হয়। শীত থেকে নিজেদের রক্ষা করার মত কোন আবরণ তাদের নেই। অধ্যায় দেখুন |