ইয়োব 24:2 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 যারা জমির সীমানা সরিয়ে দেয় এবং যারা জোর করে পশুপাল নিয়ে যায় এবং তাদের নিজেদের জমিতে রাখে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 কেউ কেউ ভূমির আল সরিয়ে দেয়, তারা সবলে ভেড়ার পাল হরণ করে চরায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 এমন অনেক মানুষ আছে যারা সীমানার পাথর সরায়; তারা চুরি করা মেষপাল চরায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 লোকেরা জমির আল সরায় মেষপাল লুঠ করে তারা চরিয়ে বেড়ায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 কেহ কেহ ভূমির আলি সরাইয়া দেয়, তাহারা সবলে মেষপাল হরণ করিয়া চরায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “লোকে তাদের জমির সীমারেখা সরিয়ে দেয় আরও জমি দখল করার জন্য। লোকে মেষের পাল চুরি করে তাদের অন্য চারণক্ষেত্রে নিয়ে চলে যায়। অধ্যায় দেখুন |