ইয়োব 23:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আমি আমার অভিযোগ তাঁর সামনে সাজিয়ে রাখব এবং তর্কবিতর্কে আমার মুখ পূর্ণ রাখব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তবে আমি তাঁর সম্মুখে আমার বিচার বর্ণনা করবো, আমি নানা যুক্তিতর্কে আমার মুখ পূর্ণ করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তবে তাঁর সামনে আমি আমার দশা বর্ণনা করব ও আমার মুখ যুক্তিতর্কে ভরিয়ে তুলব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তাহলে তাঁর কাছে আমার অভিযোগ পেশ করতাম, আমার পক্ষের সব যুক্তিতর্ক উপস্থিত করতাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তবে আমি তাঁহার সম্মুখে আপন বিচার বিন্যাস করিব, আমি নানা হেতুবাদে আপন মুখ পূর্ণ করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আমি আমার কথা ঈশ্বরের কাছে বলতাম, আমি যে নির্দোষ এটা প্রমাণ করার জন্য আমি আমার যুক্তিগুলো সাজাতাম। অধ্যায় দেখুন |