ইয়োব 22:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 ঈশ্বর কি সর্বোচ্চ স্বর্গে থাকেন না? তারাদের উচ্চতা দেখ, সেগুলো কত উঁচু! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আল্লাহ্ কি উচ্চতম বেহেশতে থাকেন না? দেখ, তারাগুলো কত উঁচুতে আছে! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 “ঈশ্বর কি স্বর্গের উচ্চতায় বিরাজমান নন? আর দেখো অতি উচ্চে অবস্থিত তারাগুলি কত উঁচু! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 দেখ, ঊর্ধ্বাকাশের নক্ষত্ররাজি কত উচ্চে অবস্থিত তারও বহু ঊর্ধ্বে ঈশ্বর বাস করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 ঈশ্বর কি উচ্চতম স্বর্গে থাকেন না? তারাগণের মাথা দেখ, সে সকল কেমন উচ্চ! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 “ঈশ্বর স্বর্গের উচ্চতম স্থানে বাস করেন। দেখ তারাগুলো কত উঁচুতে রয়েছে। কিন্তু ঈশ্বর এতই উচ্চে রয়েছেন যে ঈশ্বর তারাগুলোকে নীচের দিকে চেয়ে দেখেন। অধ্যায় দেখুন |