ইয়োব 20:15 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 সে ধনসম্পদ গিলেছে, কিন্তু সে তা আবার বমি করে দেবে; ঈশ্বর তার পেট থেকে তা বার করবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 সে ধন গ্রাস করেছে, আবার তা বমন করবে; আল্লাহ্ তার উদর থেকে তা বের করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 সে যে ঐশ্বর্য কবলিত করেছিল তা সে থু থু করে ফেলবে; ঈশ্বর তার পেট থেকে সেসব বমি করিয়ে বের করবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 অপরের যত ধন-সম্পদ সে গ্রাস করেছে সব আবার বমন করে ফেলতে বাধ্য হবে, ঈশ্বর তার গ্রাস থেকে সব বার করে আনবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 সে ধন গ্রাস করিয়াছে, আবার তাহা বমন করিবে; ঈশ্বর তাহার উদর হইতে তাহা বাহির করিবেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 মন্দ লোকরা সম্পত্তি গলাধঃকরণ করে, কিন্তু ওরা তা উগরে দেবে। ঈশ্বরই ওই লোকদের দিয়ে তা বমি করাবেন। অধ্যায় দেখুন |