ইয়োব 18:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তুমি তোমার রাগে নিজেকে বিদীর্ণ করেছ, তোমার জন্য কি পৃথিবীকে ত্যাগ করা হবে অথবা পাথরকে কি তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তুমি তো ক্রোধে নিজেকে বিদীর্ণ করছো, তোমার জন্য কি দুনিয়া ত্যাগ করা যাবে? শৈলকে কি স্বস্থান থেকে সরিয়ে দিতে হবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 রাগের বশে তুমি তো নিজেকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছ, তোমার জন্য কি এই পৃথিবীকে পরিত্যক্ত হতে হবে? বা পাষাণ-পাথরগুলিকে কি স্বস্থান থেকে সরে যেতে হবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 ক্রোধের বশে তুমি নিজেকে ক্ষতবিক্ষত করছ, কিন্তু তোমরা ক্রোধের জন্য কি পরিত্যক্ত হবে পৃথিবী? অথবা তোমাকে তুষ্ট করার জন্য ঈশ্বর কি অপসারিত করবেন পর্বতমালাকে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তুমি ত ক্রোধে আপনাকে বিদীর্ণ করিতেছ, তোমার নিমিত্ত কি পৃথিবী ত্যাগ করা যাইবে? শৈলকে কি স্বস্থান হইতে সরান যাইবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 ইয়োব, তোমার ক্রোধ শুধু মাত্র তোমাকেই আহত করছে। লোকে কি শুধু তোমার জন্য পৃথিবী ত্যাগ করবে? তুমি কি মনে কর, যে শুধু তোমাকে খুশী করতে ঈশ্বর পর্বতকে সরাবেন? অধ্যায় দেখুন |