ইয়োব 18:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 সে তার তাঁবু থেকে উচ্ছিন্ন হবে, তার বাড়ি যাতে সে এখন আস্থা রাখে; তাকে মৃত্যুর কাছে নিয়ে আসা হবে, আতঙ্কের রাজার কাছে নিয়ে আসা হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 সে তার বিশ্বাস-স্থল তাঁবু থেকে উৎপাটিত, এবং ত্রাস-বাদশাহ্র কাছে নীত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 সে তার তাঁবুর নিরাপদ আশ্রয় থেকে বিচ্ছিন্ন হয় ও আতঙ্ক-রাজের দিকে তাকে মিছিল করে নিয়ে যাওয়া হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তার নিরাপদ বাসস্থান থেকে সে হবে উচ্ছিন্ন, ভয়াবহ মৃত্যুর অধিপতির সামনে তাকে টেনে নিয়ে যাওয়া হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 সে আপন বিশ্বাস-স্থল তাম্বু হইতে উৎপাটিত, এবং ত্রাস-রাজের কাছে নীত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 দুষ্ট লোককে তার ঘরের নিরাপত্তা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে। যে ভয়ঙ্করের রাজা তার সঙ্গে দেখা করার জন্য ওকে নিয়ে যাওয়া হবে। অধ্যায় দেখুন |