ইয়োব 18:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তার শরীরের অংশ খেয়ে ফেলবে; সত্যি, মৃত্যুর প্রথম সন্তান তার শরীরের অংশ খেয়ে ফেলবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তা তার দেহের সমস্ত অঙ্গ ভোজন করবে; মৃত্যুর জ্যেষ্ঠ সন্তান তার সর্বাঙ্গ গিলে ফেলবে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তা তার ত্বকের অংশবিশেষে পচন ধরায়; মৃত্যুর প্রথমজাত সন্তান তার অঙ্গপ্রত্যঙ্গ গ্রাস করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 মারাত্মক ব্যাধিতে তার দেহ ভরে যাবে, অঙ্গ-প্রত্যঙ্গে পচন ধরে ক্ষয়ে যাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তাহা তাহার দেহের অঙ্গ সকল ভক্ষণ করিবে, মৃত্যুর জ্যেষ্ঠ তনয় তাহার সর্ব্বাঙ্গ ভক্ষণ করিবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 ভয়ঙ্কর অসুখ তার গায়ের চামড়া খেয়ে ফেলবে। ঐ অসুখ ওর হাত, পা পচিয়ে দেবে। অধ্যায় দেখুন |