ইয়োব 16:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তিনি আমার দেওয়াল বার বার ভেঙ্গেছেন; তিনি যোদ্ধার মত আমার দিকে দৌড়ে আসেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তিনি বারবার আমাকে ভেঙ্গে ফেলেন, তিনি বীরের মত আমার বিরুদ্ধে দৌড়ে আসেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 বারবার তিনি আমার উপরে ফেটে পড়েছেন; একজন যোদ্ধার মতো তিনি আমার দিকে ধেয়ে এসেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তিনি আমাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছেন, রণোম্মত্ত যোদ্ধার মত রুদ্র রোষে। তিনি আমাকে আক্রমণ করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তিনি ভঙ্গের পর ভঙ্গ দ্বারা আমাকে ভগ্ন করেন, তিনি বীরবৎ আমার বিরুদ্ধে দৌড়িয়া আইসেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 বার বার ঈশ্বর আমায় আক্রমণ করেন। যুদ্ধের সৈন্যরা যেমন তেড়ে আসে তেমন করে তিনি আমার দিকে ছুটে আসেন। অধ্যায় দেখুন |