ইয়োব 15:33 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 আঙ্গুরের গাছের মত সে তার কাঁচা আঙ্গুর ঝড়াবে; জিত গাছের মত সে তার ফুল ঝড়াবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 আঙ্গুরলতার মত তার কাঁচা ফল ঝরে পড়বে, জলপাই গাছের মত তার ফুল ঝরে পড়বে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 সে এমন এক দ্রাক্ষালতার মতো হয়ে যাবে যেখান থেকে কাঁচা আঙুর ঝরে পড়ে, এমন এক জলপাই গাছের মতো হয়ে যাবে যেখান থেকে ফুলের কুঁড়ি খসে পড়ে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 দ্রাক্ষালতার কাঁচা ফলের মত তার সব ফল ঝরে পড়বে, জলপাই গাছের কুঁড়ির মতই ঝরে যাবে তার সব কুঁড়ি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 দ্রাক্ষালতার ন্যায় তাহার অপক্ব ফল ঝরিয়া পড়িবে, জিত বৃক্ষের ন্যায় তাহার পুষ্প খসিয়া পড়িবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 দুষ্ট লোকে সেই দ্রাক্ষা গাছের মতো হবে যার দ্রাক্ষা ফল পাকার আগেই শুকিয়ে পড়ে যায়। ঐ লোকটি সেই জলপাই গাছের মতো হবে যার মুকুল ঝরে যায়। অধ্যায় দেখুন |