ইয়োব 13:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 আমি আমার নিজের মাংস আমার দাঁতে নিয়ে যাব; আমি আমার হাতে আমার জীবন নেব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আমি কেন নিজকে বিপদগ্রস্ত করবো? কেন আমার প্রাণ আমার হাতে রাখবো? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 আমি কেন নিজের জীবন বিপন্ন করব ও আমার প্রাণ হাতে তুলে নেব? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 আমি নিজের জীবন বিপন্ন করতেও প্রস্তুত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আমি কেন আমার মাংস দন্তে গ্রহণ করিব? কেন আমার প্রাণ আমার হস্তে রাখিব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আমি নিজেকে বিপদের মধ্যে নিয়ে যাবো এবং নিজের জীবন নিজের হাতেই তুলে নেব। অধ্যায় দেখুন |