ইয়োব 12:25 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 তারা আলো ছাড়া অন্ধকার অনুভব করে; তিনি তাদের মাতাল লোকের মত টাল খাওয়ান।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তারা পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়ায়, তবুও আলো পায় না; তিনি তাদেরকে মাতালের মত ভ্রমণ করান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 আলো ছাড়াই তারা অন্ধকারে পথ হাতড়ে বেড়ায়; তিনি মাতালদের মতো তাদের টলতে বাধ্য করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 আলোক-বিহীন অন্ধকারে তারা পথ হাতড়ে বেড়ায়, মাতালদের মত টলে পড়ে বার বার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তাহারা আঁধারে হাঁতড়িয়া বেড়ায়, আলো পায় না; তিনি তাহাদিগকে মত্তের ন্যায় ভ্রমণ করান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 সে সব নেতাদের অবস্থা হয় অন্ধকারে পথ হাতড়ে বেড়ানো লোকদের মত। ঈশ্বর ওদের সেই নেশাগ্রস্ত লোকের মত করে তোলেন যে জানে না সে কোথায় যাচ্ছে।” অধ্যায় দেখুন |