ইয়োব 12:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 দেখ, তিনি ভেঙে ফেলেন এবং তা আর গড়া যায় না; যদি তিনি কাউকে বন্দী করেন, তাহলে মুক্তি নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 দেখ, তিনি ভেঙ্গে ফেললে আর গড়া যায় না, তিনি মানুষকে রুদ্ধ করলে মুক্ত করা যায় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 তিনি যা ভাঙেন তা পুনর্নির্মাণ করা যায় না; তিনি যাদের বন্দি করেন তাদের কেউ মুক্ত করতে পারে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ঈশ্বর যদি ভাঙ্গেন, তাহলে কেউ তা পুর্নগঠন করতে পারে না। তিনি যদি কাউকে অবরুদ্ধ করেন, কেউ তাকে মুক্ত করতে পারে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 দেখ, তিনি ভাঙ্গিয়া ফেলিলে আর গড়া যায় না, তিনি মনুষ্যকে রুদ্ধ করিলে মুক্ত করা যায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 ঈশ্বর যদি কোন কিছুকে ভেঙে দেন, লোকে তা আর গড়তে পারে না। যদি ঈশ্বর কোন লোককে হাজতে রাখেন কোন লোকই তাকে কারামুক্ত করতে পারে না। অধ্যায় দেখুন |