ইয়োব 12:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 ঈশ্বরের প্রজ্ঞা এবং পরাক্রম আছে; তাঁর ভালো চিন্তা এবং বুদ্ধি আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তাঁরই কাছে প্রজ্ঞা ও পরাক্রম আছে, পরামর্শ ও বুদ্ধি তাঁরই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 “প্রজ্ঞা ও পরাক্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়; পরামর্শ ও বুদ্ধি তাঁরই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 কিন্তু প্রজ্ঞা ও পরাক্রম উভয়েরই অধিকারী ঈশ্বর, সুবিবেচনা ও বোধশক্তি আছে তাঁর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তাঁহারই নিকটে প্রজ্ঞা ও পরাক্রম আছে, পরামর্শ ও বুদ্ধি তাঁহারই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 কিন্তু প্রজ্ঞা এবং ক্ষমতা ঈশ্বরেরই আছে। সদুপদেশ ও বোধ দুইই তাঁর। অধ্যায় দেখুন |