ইয়োব 11:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 তিনি তোমায় জ্ঞানের গোপন তথ্য দেখাবেন! কারণ তিনি পরস্পর বোঝাপড়ায় মহান। তবে জানো যে ঈশ্বর যা তোমার কাছ থেকে দাবি করেন তা তোমার অপরাধের যা প্রাপ্য তার থেকে কম দাবি করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তিনি প্রজ্ঞার গূঢ় তত্ত্ব তোমাকে জ্ঞাত করুন, কারণ বুদ্ধিকৌশল বহুবিধ; জেনো, আল্লাহ্ তোমার অপরাধের অনেকটা ছেড়ে দেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 ও তোমার কাছে জ্ঞানের রহস্য উন্মোচন করুন, যেহেতু প্রকৃত জ্ঞানের দুটি দিক আছে। জেনে রাখো: ঈশ্বর তোমার কয়েকটি পাপ ভুলেও গিয়েছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তাঁর প্রজ্ঞার নিগূঢ় তত্ত্ব, তাঁর বহুমুখী জ্ঞান যদি তিনি তোমার কাছে ব্যক্ত করতেন, তাহলে তুমি বুঝতে যে, তোমার অপরাধের তুলনায় খুব কম শাস্তিই তিনি তোমাকে দিয়েছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তিনি প্রজ্ঞার গূঢ় তত্ত্ব তোমাকে জ্ঞাত করুন, কারণ বুদ্ধিকৌশল বহুবিধ; জানিও, ঈশ্বর তোমার অপরাধের অনেকটা ছাড়িয়া দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 ঈশ্বর তোমাকে প্রজ্ঞার গূঢ়তত্ত্ব বলতে পারতেন। প্রকৃত প্রজ্ঞার দুটি দিক থাকে। অনুভব করো ঈশ্বর তোমার কিছু পাপ ভুলে গেছেন। তোমাকে তাঁর যতটা শাস্তি দেওয়া উচিৎ ছিল ততটা তিনি অবশ্যই তোমাকে দিচ্ছেন না। অধ্যায় দেখুন |