ইয়োব 10:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 তোমার হাত আমায় গড়েছে এবং আমায় সারা দেহে গড়েছে করেছে, তবুও তুমি আমায় ধ্বংস করছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তোমার হাত আমাকে গড়েছে, নির্মাণ করেছে, আমার সর্বাঙ্গ সুসংযুক্ত করেছে, তবুও তুমি আমাকে সংহার করছো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 “তোমার হাত আমাকে গড়ে তুলেছে ও আমাকে নির্মাণ করেছে। এখন কি তুমি ঘুরে দাঁড়িয়ে আমাকে ধ্বংস করবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তুমি নিজ হাতে আমাকে গড়েছ, রূপায়িত করেছ, এখন সেই হাতেই ধ্বংস করছ আমাকে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তোমার হস্ত আমাকে গড়িয়াছে, নিরমিয়াছে, আমার সর্ব্বাঙ্গ সুসংযুক্ত [করিয়াছে], তথাপি তুমি আমাকে সংহার করিতেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 ঈশ্বর, আপনার হাতই আমায় তৈরী করেছে এবং আমার দেহকে রূপদান করেছে। কিন্তু এখন আপনি চারদিক থেকে ঘিরে আমায় গিলে ফেলতে বসেছেন। অধ্যায় দেখুন |