ইয়োব 10:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 যেখান থেকে আমি আর ফিরব না সেখানে আমি যাওয়ার আগে, সেই অন্ধকার দেশে এবং সেই মৃত্যুছায়ার দেশে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 যে পর্যন্ত আমি সেই স্থানে না যাই, যেখান থেকে আর ফিরে আসব না। তা ঘন অন্ধকার ও মৃত্যুচ্ছায়ার দেশ, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 আমি যেখানে যাচ্ছি সেখান থেকে কেউ ফিরে আসে না। ঘোর অন্ধকারে আচ্ছন্ন সেই দেশ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 যে পর্য্যন্ত আমি সেই স্থানে না যাই, যথা হইতে আর ফিরিয়া আসিব না। তাহা তিমিরের ও মৃত্যুচ্ছায়ার দেশ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 যেখান থেকে আমি আর ফিরব না সেই অন্ধকার ও মৃত্যুর জগতে প্রবেশ করার আগে আমার অল্প সময় আমাকে উপভোগ করতে দিন। অধ্যায় দেখুন |