ইয়োব 10:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 কেন, তাহলে, তুমি আমায় মায়ের পেট থেকে বার করে আনলে? কোন চোখ দেখার আগেই যদি আমি মারা যেতাম তবে ভালো হত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 কেন আমাকে গর্ভ থেকে বের করেছিলে? আমি সেখানে প্রাণত্যাগ করতাম, কারো দৃষ্টিগোচর হতাম না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 “তুমি কেন তবে আমাকে গর্ভ থেকে বের করে আনলে? কোনও চোখ আমাকে দেখার আগে আমার মৃত্যু হলেই ভালো হত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তুমি কেন আমাকে মাতৃজঠর থেকে নিষ্ক্রান্ত করেছিলে? সেখানে আমার মৃত্যু হলে কেউ আমাকে দেখতে পেত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 কেন আমাকে গর্ভ হইতে বাহির করিয়াছিলে? আমি তথায় প্রাণত্যাগ করিতাম, কাহারও নয়নগোচর হইতাম না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তাই, ঈশ্বর, কেন আমায় জন্মাতে দিয়েছিলেন? কেউ আমাকে দেখার আগেই আমি কেন মরলাম না! অধ্যায় দেখুন |