ইষ্রা 8:34 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 সমস্ত দ্রব্য হিসাব করে মেপে দেওয়া হল এবং সে দিনের সমস্ত ওজনের পরিমাণ লেখা হল৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 সমস্ত দ্রব্য গণনা ও ওজন করে দেওয়া হল এবং সেই সময়ে সমস্ত ওজনের পরিমাণ লেখা হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 প্রত্যেকটি দ্রব্যসামগ্রীর গণনা করে ওজন করা হয়েছিল এবং সেগুলি সেই সময়ে যথাযথভাবে লেখা হয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 সমস্ত দ্রব্য গণনা ও ওজন করা হল এবং সেগুলির তালিকা তৈরি করে রাখা হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 সমস্ত দ্রব্য গণনা ও তৌল করিয়া দেওয়া হইল, এবং সে সময়ে সমস্ত তৌলের পরিমাণ লিখিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 আমরা সামগ্রীগুলি ওজন করে মোট ওজনের পরিমাণ নথিভুক্ত করেছিলাম। অধ্যায় দেখুন |