ইষ্রা 2:64 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী64 জড়ো হওয়া সমস্ত সমাজ মোট বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন ছিল৷ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস64 একত্রীকৃত সমস্ত সমাজ বিয়াল্লিশ হাজার তিন শত ষাট জন ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ64 সর্বমোট তাদের সংখ্যা ছিল 42,360 জন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)64-67 যারা নির্বাসন থেকে ফিরে এসেছিল তাদের সংখ্যা ছিল মোট 42,360। তাদের দাসদাসীর সংখ্যা 7337। গায়ক-গায়িকা 200 জন। ঘোড়া 736, খচ্চর 245, উট 435, গাধা 6720। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)64 একত্রীকৃত সমস্ত সমাজ বিয়াল্লিশ সহস্র তিন শত ষাট জন ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল64-65 যারা ফিরে এল তাদের মধ্যে 42,360 জন ব্যক্তি ছিল। এছাড়াও তাদের সঙ্গে ছিল 7337 জন পুরুষ ও নারী ভৃত্য, 200 জন গায়ক ও গায়িকা। অধ্যায় দেখুন |