Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:55 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

55 শলোমনের দাসদের বংশধররা; সোটয়ের বংশধর, হসসোফেরতের বংশধর, পরূদার বংশধর;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

55 সোলায়মানের গোলামদের সন্তানবর্গ; সোটয়ের সন্তান, হস্‌সোফেরতের সন্তান, পরূদার সন্তান;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

55 শলোমনের দাসদের বংশধর: সোটয়, হস্‌সোফেরত, পরূদা,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

55-57 শলোমনের দাসদের বংশজাত যারা ফিরে এসেছিল, তাদের তালিকা: সোটয়, হস্‌সোফেরৎ, পরূদা, যালা, দর্কোণ, গিদ্দেল, শফটিয়, হটীল, পোখেরৎ, হৎসবায়ীম ও আমীর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

55 শলোমনের দাসদের সন্তানবর্গ; সোটয়ের সন্তান, হস্‌সোফেরতের সন্তান, পরূদার সন্তান;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

55 শলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা ছিল: সোটয়, হসসোফেরত ও পরূদা।

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:55
6 ক্রস রেফারেন্স  

যাদের ইস্রায়েলীয়েরা সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে নি, তাদেরকেই শলোমন দাস হিসাবে কাজ করতে বাধ্য করেছিলেন, আর তারা আজও সেই কাজ করছে।


শলোমনের চাকরদের বংশধরেরা: সোটয়, সোফেরত, পরীদা,


নৎসীহের বংশধর, হটীফার বংশধররা৷


যালার বংশধর, দর্কোনের বংশধর, গিদ্দেলের বংশধর,


যারা ইস্রায়েলীয় ছিল না, অর্থাৎ যে সব ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের বংশধরেরা তখনও দেশে বেঁচে ছিল,


আমি দাস ও দাসী কিনলাম; আমার দাস আছে যারা আমার ঘরে জন্মেছে। আমার অনেক বড় পশুপাল আছে এবং অনেক গৃহপালিত পশু আছে, যে কোন রাজা যারা আমার আগে যিরুশালেমে রাজত্ব করেছে তাদের থেকে অনেক বেশি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন