Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:36 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

36 যাজকেরা; যেশূয় বংশের মধ্যে যিদয়িয়ের বংশধর নয়শো তেয়াত্তর জন৷

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 ইমামেরা; যেশূয় কুলের মধ্যে যিদয়িয়ের সন্তান নয়শো তিয়াত্তর জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 যাজকবর্গ: (যেশূয়ের বংশের মধ্যে) যিদয়িয়ের বংশধর, 973 জন;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

36-39 যাজকীয় গোষ্ঠীজাত যারা ফিরে এসেছিল তাদের তালিকা: যিদয়িয়—(যেশূয় বংশজাত)—973 ইম্মের—1,052 পশহূর—1,247 হারীম—1,017

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 যাজকবর্গ; যেশূয় কুলের মধ্যে যিদয়িয়ের সন্তান নয় শত তিয়াত্তর জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 যাজকদের মধ্যে ছিলেন: যেশূয় পরিবারের যিদয়িয়ের উত্তরপুরুষ 973

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:36
10 ক্রস রেফারেন্স  

যাজকদের সংখ্যা এই: যেশূয়ের বংশের মধ্যে যিদয়িয়ের বংশের নশো তিয়াত্তর জন;


তখন যেশূয়, তাঁর ছেলেরা ও ভাইয়েরা, যিহূদার সন্তান কদমীয়েল ও তাঁর ছেলেরা যিহুদা ঈশ্বরের বাড়ির কর্মচারীদের কাজের দেখাশোনার জন্য জড়ো হয়ে দাঁড়ালেন; লেবীয় হেনাদনের সন্তানরা ও তাদের ছেলে ও ভাইয়েরা সেই রকম করলো৷


যাজকদের মধ্যে যিদয়িয়, যিহোয়ারীব, যাখীন;


সনায়ার বংশধর তিন হাজার ছয়শো ত্রিশ জন৷


প্রজাদের বাকি লোকেরা, অর্থাৎ যাজকেরা, লেবীয়েরা, রক্ষীরা, গায়কেরা, নথীনীয়েরা এবং ঈশ্বরের ব্যবস্থা পালন করবার জন্য যারা আশেপাশের জাতিদের মধ্য থেকে নিজেদের আলাদা করে নিয়েছে, তাদের স্ত্রী ও ছেলেমেয়ে, জ্ঞানী ও বুদ্ধিমান সবাই


যাজক সন্তানদের মধ্যে অযিহুদি মেয়েদেরকে যে পুরুষরা গ্রহণ করেছিল তারা ছিল; যিহোষাদকের ছেলে যে যেশূয়, তাঁর সন্তানদের ও ভাইদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়৷


আর ইম্মেরের সন্তানদের মধ্যে হনানি ও সবদিয়৷


হারীমের সন্তানদের মধ্যে মাসেয়, এলিয়, শময়িয়, যিহীয়েল ও উষিয়৷


পশহূরের সন্তানদের মধ্যে ইলিয়ৈনয়, মাসেয় ইশ্মায়েল, নথনেল, যোষাবদ ও ইলীয়াসা৷


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন