Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:34 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 যিরিহোর বংশধর তিনশো পঁয়তাল্লিশ জন৷

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 যিরিহোর সন্তান তিন শত পঁয়তাল্লিশ জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 যিরীহোর লোকেরা, 345 জন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 যিরিহোর সন্তান তিন শত পঁয়তাল্লিশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 যিরিহো শহরের 345

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:34
6 ক্রস রেফারেন্স  

তাঁর দিনের বৈথেলীয় হীয়েল যিরীহো শহর তৈরী করল; তাতে নূনের ছেলে যিহোশূয়ের মধ্য দিয়ে সদাপ্রভুর বাক্য অনুসারে সেই শহরের ভিত্তি গাঁথার জন্য নিজের বড় ছেলে অবীরামকে প্রাণ দিতে হল এবং তার ফটকের দরজা লাগাবার জন্য তার ছোট ছেলে সগূবকে প্রাণ দিতে হল।


যিরীহোর লোক তিনশো পয়ঁতাল্লিশ জন;


পরে সেই লোকেরা লুটের জিনিস থেকে কাপড় চোপড় নিয়ে বন্দীদের মধ্যে যারা উলঙ্গ ছিল তাদের সবাইকে কাপড় পরালেন। তাঁরা তাদের কাপড় চোপড়, জুতা ও খাবার দিলেন এবং তাদের আঘাতের উপর তেল ঢেলে দিলেন। এবং দুর্বলদের তাঁরা গাধার উপর চড়িয়ে যিরীহোতে, অর্থাৎ খেজুর শহরে তাদের নিজের লোকদের কাছে ফিরিয়ে নিয়ে গেলেন। পরে তাঁরা শমরিয়াতে ফিরে গেলেন।


লোদ, হাদীদ ও ওনোর বংশধর সাতশো পঁচিশ জন৷


সনায়ার বংশধর তিন হাজার ছয়শো ত্রিশ জন৷


তাঁর কাছে যিরীহোর লোকেরা গাঁথল আর তার কাছে ইম্রির ছেলে সক্কূর গাঁথল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন