Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:33 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

33 লোদ, হাদীদ ও ওনোর বংশধর সাতশো পঁচিশ জন৷

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

33 লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত পঁচিশ জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

33 লোদ, হাদীদ ও ওনোর লোকেরা, 725 জন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

33 লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত পঁচিশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

33 লোদ, হাদীদ ও ওনো শহরের 725

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:33
8 ক্রস রেফারেন্স  

লোদ, হাদীদ এবং ওনোর বংশধর সাতশো একুশ জন;


তখন সন্‌বল্লট আর গেশম লোকের মাধ্যমে আমাকে এই কথা বলে পাঠাল, “এস, আমরা ওনো সমভূমির কোনো গ্রামে মিলিত হই।” কিন্তু তারা আমার ক্ষতি করবার ষড়যন্ত্র করেছিল।


ইল্পালের ছেলেরা হল এবর, মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগর সকলের পত্তনকারী শেমদ এবং বরীয় ও শেমা।


আর পিতর সব স্থানে ঘুরতে ঘুরতে লুদ্দা শহরে বসবাসকারী পবিত্র লোকদের কাছে গেলেন।


তখন লুদ্দা ও শারণে বসবাসকারী সব লোক তাকে দেখতে পেল এবং তারা প্রভুর প্রতি ফিরল।


হারীমের বংশধর তিনশো কুড়ি জন৷


যিরিহোর বংশধর তিনশো পঁয়তাল্লিশ জন৷


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন