Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:29 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 নবোর বংশধর বাহান্ন জন৷

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 নবোর সন্তান বাহান্ন জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 নেবোর লোকেরা, 52 জন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 নবোর সন্তান বাহান্ন জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 নবো শহরের 52

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:29
9 ক্রস রেফারেন্স  

দীবোন, নবো, বৈৎ-দিব্লাথয়িম,


মোয়াব সম্বন্ধে বাহিনীগণের সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: “ধিক নবো! কারণ ওটা তো ধ্বংস হয়েছে। কিরিয়াথয়িম ধরা পড়ল ও অসম্মানিত হল। তার দুর্গ অভিশপ্ত ও অপমানিত হল।


মোয়াবের লোকেরা কাঁদবার জন্য দীবোনের মন্দিরে ও উঁচু জায়গায় গিয়েছে। তারা নবো ও মেদবার ওপরে বিলাপ করছে। তাদের সকলের মাথা কামানো হয়েছে এবং দাড়িও কাটা হয়েছে।


অন্য নবোর লোক বাহান্নজন;


অর্থাৎ যিরীহোর সামনে অবস্থিত মোয়াব দেশে অবস্থিত অবারীম পর্বতে ওঠ এবং আমি অধিকারের জন্যে ইস্রায়েল সন্তানদের যে দেশ দিচ্ছি, সেই কনান দেশ দেখ।


“অটারোৎ, দীবোন, যাসের নিম্রা, হিষ্বোন, ইলিয়ালী, সেবাম, নবো ও বিয়োন,


বৈথেলের ও অয়ের লোক দুশো তেইশ জন৷


মগবীশের বংশধর একশো ছাপ্পান্ন জন৷


নবোর সন্তানদের মধ্যে যিয়ীয়েল, মত্তিথিয়, সাবদ, সবীনঃ, যাদয় ও যোয়েল, বনায়৷


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন