Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:27 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 মিকমসের লোক একশো বাইশ জন৷

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 মিক্‌মসের লোক এক শত বাইশ জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 মিক্‌মসের লোকেরা, 122 জন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 মিক্‌মসের লোক এক শত বাইশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 মিকমস শহরের 122

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:27
7 ক্রস রেফারেন্স  

শত্রু অয়াতে এসেছে এবং মিগ্রোণ পার হয়ে গেছে; মিক্মসে সে তার জিনিসপত্র রেখে গেছে।


মিক্‌মসের লোক একশো বাইশ জন;


পরে পলেষ্টীয়দের পাহারাদার সৈন্যদল বেরিয়ে এসে মিকমসের গিরিপথে এল


পরে পলেষ্টীয়েরা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করতে এল; ত্রিশ হাজার রথ, ছয় হাজার ঘোড়াচালক ও সমুদ্রতীরের বালির মতো অগুন্তি লোক আসল; তারা এসে বৈৎ-আবনের পূর্বদিকে মিকমসে শিবির তৈরী করল৷


রামার ও গেবার বংশধর ছয়শো একুশ জন৷


বৈথেলের ও অয়ের লোক দুশো তেইশ জন৷


শৌল নিজেদের জন্য ইস্রায়েলের মধ্যে তিন হাজার জন লোক নির্বাচন করলেন; তার মধ্যে দুহাজার মিকমসে ও বৈথেল পর্বতে শৌলের সঙ্গে থাকল এবং এক হাজার বিন্যামীন প্রদেশের গিবিয়াতে যোনাথনের সঙ্গে থাকল; আর অন্য সব লোককে তিনি নিজেদের তাঁবুতে পাঠিয়ে দিলেন৷


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন