ইষ্টের 9:27 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 তার জন্য ইহুদীরা নিজেদের ও নিজের নিজের বংশের ও যিহূদী মতাবলম্বী সবার কর্তব্য বলে এটা স্থির করল যে, সেই সম্মন্ধে লেখা আদেশ ও সঠিক দিন অনুসারে তারা বছর বছর দুই দিন পালন করবে, কোনোভাবে ভুল হবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 তার দরুন ইহুদীরা তাদের ও নিজ নিজ বংশের ও ইহুদী-মতাবলম্বী সকলের কর্তব্য বলে এই স্থির করলো যে, এই সম্পর্কিত লেখা হুকুম ও নিরূপিত সময়ানুসারে তারা প্রতি বছর ঐ দুই দিন পালন করবে, কোনরূপে তার ত্রুটি করবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 সেইজন্য ইহুদিরা ঠিক করেছিল যে, তারা একটি প্রথা প্রতিষ্ঠা করবে যেন তারা, তাদের বংশধরেরা এবং যারা ইহুদি হয়ে গিয়েছিল তারা সকলে সেই চিঠির নির্দেশ ও নির্দিষ্ট সময় অনুসারে প্রতি বছর এই দিন দুটি অবশ্যই পালন করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 ইহুদীরা নিজেদের জন্য, তাদের বংশধরদের এবং যারা ইহুদীধর্ম গ্রহণ করবে, তাদের জন্য নিয়ম করেছিল যে প্রতি বছর নির্দিষ্ট সময়ে মর্দখয়ের নির্দেশ অনুযায়ী এই দিনগুলি নিয়মিতভাবে পালন করবে—এর কোন অন্যথা হবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 তৎপ্রযুক্ত যিহূদিগণ আপনাদের ও আপন আপন বংশের ও যিহূদি-মতাবলম্বী সকলের কর্ত্তব্য বলিয়া ইহা স্থির করিল যে, তৎসম্পর্কীয় লিখিত আজ্ঞা ও নিরূপিত সময়ানুসারে তাহারা বৎসর বৎসর ঐ দুই দিন পালন করিবে, কোন রূপে তাহার ত্রুটি করিবে না। অধ্যায় দেখুন |