Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 4:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 ইষ্টের এই কথা মর্দখয়কে জানানো হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 ইষ্টেরের এই কথা মর্দখয়কে জানানো হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 মর্দখয়কে যখন ইষ্টেরের কথা জানানো হল,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 মর্দখয় ইষ্টেরের এই বার্তা পেয়ে প্রত্যুত্তরে তাঁকে এই সাবধানবাণী পাঠালেনঃ

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 ইষ্টেরের এই কথা মর্দখয়কে জ্ঞাত করা হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12-13 মর্দখয়কে ইষ্টেরের বার্তা জানানো হলে তিনি ইষ্টেরকে বলে পাঠালেন: “ইষ্টের, এমন ভেবো না যে যদিও তুমি রাজপ্রাসাদে বাস করছো, ইহুদী হয়েও নিজে বেঁচে যাবে।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 4:12
2 ক্রস রেফারেন্স  

“রাজার দাসেরা ও রাজার অধীন দেশসমূহের লোকেরা সবাই জানে, পুরুষ কি স্ত্রী, যে কেউ নিমন্ত্রিত না হয়ে ভিতরের উঠানে রাজার কাছে যায়, তার জন্য একমাত্র আইন যে, তার মৃত্যু হবে; শুধু যে ব্যক্তির প্রতি রাজা সোনার রাজদণ্ড বাড়িয়ে দেন, সেই শুধু বাঁচে; আর ত্রিশ দিন পর্যন্ত আমি রাজার কাছে যাবার জন্য নিমন্ত্রিত হইনি।”


তখন মর্দখয় ইষ্টেরকে এই উত্তর দিতে বললেন, “সমস্ত ইহুদীর মধ্যে শুধু তুমি রাজবাড়িতে থাকাতে রক্ষা পাবে, তা মনে কর না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন