ইব্রীয় 3:15 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 যেমন পবিত্র শাস্ত্রে লেখা আছে, “আজ যদি তোমরা তাঁর রব শোনো, তবে নিজের নিজের হৃদয় কঠিন কোরো না, যেমন সেই ইস্রায়েলীয়দের বিদ্রোহের জায়গায়।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 ফলত বলা হয়েছে, “আজ যদি তোমরা তাঁর স্বর শুনতে পাও, তবে নিজ নিজ অন্তর কঠিন করো না, যেমন ঘটেছিল সেই বিদ্রোহ স্থানে।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 যেমন যথার্থই বলা হয়েছে, “আজ যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শোনো, তাহলে তোমাদের হৃদয়কে কঠিন কোরো না, যেমন বিদ্রোহ-কালে তোমরা করেছিলে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 শাস্ত্রে যেমন বলা হয়েছেঃ “আজ যদি তোমরা তাঁর কথা শোন,তাহলে উদ্ধত অবাধ্য হয়ো না,তোমাদের পিতৃপুরুষেরা যেমনমরুপ্রান্তর পার হয়ে আসার সময়করেছিল বিদ্রোহ ঈশ্বরের বিরুদ্ধে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 ফলতঃ উক্ত আছে, “অদ্য যদি তোমরা তাঁহার রব শ্রবণ কর, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহস্থানে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 শাস্ত্র তো এই কথা বলে: “আজ যদি তোমরা ঈশ্বরের রব শোন, তাহলে তোমাদের অন্তর কঠোর করো না, যেমন সেই বিদ্রোহের দিনে করেছিলে।” অধ্যায় দেখুন |